নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক জুলাই মাসের কার্ডধারী টিসিবি পণ্য জনসাধারণের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার ৮টি ইউনিয়নে মধ্যে ৬টি
ইউনিয়নে তাদের নিজ নিজ ইউনিয়ন পরিষদ ভবনে বিতরণ করা হয়।
উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে হাজীনগর, চন্দননগর, ভাবিচা, নিয়ামতপুর, শ্রীমন্তপুর ও বাহাদুরপুর ইউনিয়নে এ পণ্য বিতরণ করা হয়। রসুলপুর এবং পাড়ইল ইউনিয়নে পরে যে কোন দিন বিতরণ করা হবে।
নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম টিসিবি পণ্য বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ ও সেনাবাহিনীর একটি দল উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিদর্শন করেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশ ও উপজেলা ও ইউনিয়ন আইন-শৃংখলার সমন্বয় কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রতিটি ইউনিয়নে ২ হাজার ৭শ ২২ জন করে ৬টি ইউনিয়নে মোট ১৬ হাজার ৩শ ৩২ জন কার্ডধারীকে টিসিবি পণ্য বিতরণ করা হয়। ৪শ ৭০ টাকায় ২ কেজি সোয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল এবং ৫ কেজি চাল।