
নিয়মতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিনের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল।
৩ নভেম্বর শুক্রবার সকালে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ।
ওই সভায় বক্তব্য রাখেন- নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ¦ আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সহ-সভাপতি আব্দুস সামাদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মোরশেদ, উপজেলা কৃষকলীগের আহবায়ক অবিনাষ মহন্ত, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উৎপল কুমার পিন্টু প্রমূখ।
এর আগে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে দোয়া ও মিলাদ মাহফিল এবং তবাররক বিতরণ করা হয়।