নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: “সমাজসেবায় গড়বো দেশ- স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস এর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব উল আলম, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরা কর্মচারী উপকার ভুগি উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন অসহায় রোগীদের মধ্যে ওষুধ প্রদান করা হয়।