
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। ৪ নভেম্বর শনিবার বেলা ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়রম্যান ফরিদ আহম্মেদ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোছাদ্দেকুর রহমান, উপজেলা বিআরডিবি অফিসার হাবিবুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার জাকির হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাতড়া সঞ্চয় ঋন দান সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল আলিম, অমরসিংহপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সম্পাদক ,মানিক কুমার, মেঘনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মোঃ আলমগীর।