নিয়ামতপুর (নওগাঁ) প্রতওনিধি : নওগাঁর নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংসতি দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে নিয়ামতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর বৃহস্পতিবার বিকেলে নিয়ামতপুর বাজারের তিনমাথা মোড়ে অস্থায়ী মঞ্চে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।
নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিএম কাউসারুল ইসলাম রতনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মামুনুর রশীদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর কবির বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান, নূরুন নবী, নুহ আলম, নিয়াতমপুর সদর বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির আহাবয়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নিয়ামতপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক সফিউল্লাহ সোনার, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সামাদ সোনার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনজুৃম হোসেন, পাভেল, নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব নাফিজুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দেশের কল্যাণ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।