sliderস্থানীয়

নিয়ামতপুরে জাতীয় পার্টির সম্মেলন সভাপতি জাহাঙ্গীর ও সম্পাদক বিপ্লব

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. জরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নওগাঁ জেলার সিনিয়র সহ-সভাপতি ও পোরশা উপজেলার সভাপতি এবং নওগাঁ-৪৬ সংসদীয় ১ আসনে জাতীয় পার্টির এমপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আকবর আলী কালু।
উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত বিপ্লব সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পোরশা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শামসুল হক, নিয়ামতপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আজিজার রহমান ও রহিম উদ্দিন শেখ প্রমুখ।
সম্মেলনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পদক পদে আবুল হাসনাত বিপ্লব, সাংগঠনিক সম্পাদক পদে শাহ জাহান মন্ডলের নাম ঘোষণা করেন প্রধান অতিথি।
এ সময় জাতীয় পার্টির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত থেকে সম্মেলন সফল ও সার্থক করেন।

Related Articles

Leave a Reply

Back to top button