নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই কামরুজ্জামান (৫০) আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৫ টায় উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত কামরুজ্জামান উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারের মৃত মেজাবুল মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে ও কামরুজ্জামান জানান, নুরুল ইসলাম আমার আপন বড় ভাই। তিনি আমাকে বিভিন্নভাবে ভয় ভীতি হুমকি ধামকি প্রদান করে আসছিল। সেই সূত্র ধরেই বুধবার আমার বাসস্থানে চলাচলের রাস্তায় জোরপূর্বক দখল করে রান্নাঘর বানানোর কাজ করছিল। আমি সেই কাজে বাধা প্রদান করলে নুরুল ও তার ছেলে আমাকে বাঁশ দিয়ে বেধড়ক মারপিট আরম্ভ করে। এক পর্যায়ে রাস্তায় পড়ে থাকা ইট দিয়ে আমার মাথায় আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি।
কামরুজ্জামানের মেয়ে তৌহিদা জামান বলেন, আমার বাবা সহ আমরা পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমার বাবাকে গুরুতর অবস্থায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে তার অবস্থার অবনতি হলে রাজশাহীতে স্থানান্তর করেছে। আমার বাবাকে যারা এভাবে মেরেছে প্রশাসনের নিকট আমি তাদের বিচার চায়।
এবিষয়ে ভিকটিম নূরুল ইসলাম বলেন, এ বিষয়ে ইউনিয়ন ও থানা পর্যায়ে বিভিন্ন জায়গায় বিচার শালিশ হয়েছে। তিনি কারোও কোন কথা মানেন না। আমার ছেলেকে প্রথমে আঘাত করলে আমরা তাকে উদ্ধার করে নিয়ে এসেছি।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবু রহমান হাবিব বলেন, থানায় এখনও লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।