নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই আহতের ঘটনায় থানায় এজাহার দাখিলের পর সেনাবাহিনীর সদস্যরা নূরুল ইসলাম (৬০) ও সোহেল রানা হীরা(৩৪) কে আটক করেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া নিজ বাসভবন থেকে সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে ।
আটককৃত ব্যক্তিরা হলেন, নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার সংলগ্ন এলাকার মৃত এজাবুল মন্ডলের ছেলে নূরুল ইসলাম ও নূরুল ইসলামের ছেলে সোহেল রানা হীরা।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, কামরুজ্জামানের পক্ষে থানায় এজাহার দাখিল করা হলে সেনাবাহিনীর সদস্য ও থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে নূরুল ইসলাম ও সোহেল রানা হীরাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শুক্রবার সকাল ১০ টায় আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।