জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিটকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষে নতুন কমিটি নিয়ে, প্রত্যেক ইউনিয়নের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ২০৪১ বাস্তবায়নে ছাত্রলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুন) দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল বাকীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সহ-সভাপতি সরকার কামাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা রিপন, সহ-প্রচার সম্পাদক ইসমাইল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান কবির রাজু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান চৌধুরী রিপন, নিয়ামতপুর সরকারী কলেজ ছাত্রলীগের আহবায়ক আশিকুজ্জামান আশিক, যুগ্ম আহবায়ক আরিফ হাসান ইমন, শ্রী সঞ্জয় দাস সহ উপজেলা ছাত্রলীগের সদস্যবৃন্দ।