নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ জানুয়ারি) বিকেলে নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
নিয়ামতপুর ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব আনজুম হোসেন পাভেল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একে এম খলিলুর রহমান, নওগাঁ জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসুদ রানা, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিক আহমেদ,নিয়ামতপুর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল হক নাজু প্রমুখ।