জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ তুলে চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের এলাকাবাসী।
বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের মেইন গেটের সামনে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
মানববন্ধনে শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের পদত্যাগ দাবি করা হয়।
হাসানুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রভাষক একে এম খলিলুর রহমান, ইউনুস সরকার, সুমন,কামাল,শাহিন, আলাউদ্দিন,ওয়ালিদ, শিহাব সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, রফিকুল একজন ভোট চোর, ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাস, জমি ও খাল জবর দখলকারী খাস পুকুর, টিসিবি পণ্য ও চাকুরীর প্রলোভনের টাকা আত্মসাৎ এবং বিভিন্ন প্রকল্প জালিয়াতি, অত্যাচার, খাল দখল করে নিজ বাড়ী নিমার্ণ সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে তুলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের দ্রুত অপসারণ দাবি করেন তারা।
বক্তরা আরোও বলেন, ১৫ বছর আগে রফিকুল ছিলেন একজন ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী বতর্মানে সে এখন শত শত কোটি টাকার মালিক। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তিনি ৪০০ বিঘা জলাশয় ভোগদখলে রেখেছিলেন।