নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে নওগাঁর নিয়ামতপুরে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন একাদশ শ্রেণির শিক্ষার্থী মোসাঃ তামান্না ইমাম এর হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের এরিয়া ম্যানেজার আনোয়ার হোসেন, নিয়ামতপুর শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, টেকনিক্যাল অফিসার(এসইপি) এস এম কামরুল হাসান প্রমুখ।