sliderস্থানীয়

নিয়ামতপুরে গভীর রাতে কম্বল নিয়ে হাজির ইউএনও মেহেদী হাসান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: গভীর রাতে শীতবস্ত্র হিসেবে কম্বল হাতে নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

চাহিদার তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ কম কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি। তাই প্রকৃত দুস্থদের কাছে কম্বল বিতরণে তিনি নিয়েছেন এমন উদ্যোগ।

রবিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিহশো শিশু সদন, নিয়ামতপুর সদর ও শ্রীমন্তপুর ডাঙ্গাপাড়া আশ্রয় প্রকল্পে থাকা অসহায় গরীব দুঃখী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত প্রায় এক সপ্তাহ ধরে এভাবে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী মেহেদী হাসান।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য সহকারী মুর্শেদ ইসলাম প্রমুখ।
কম্বল পাওয়া একাধিক শীতার্ত ব্যক্তিরা বলেন, দিন দিন শীত অনেক বাড়ছে। এই শীতের রাতে ইউএনওর দেওয়া কম্বল আমাদের অনেকটাই রক্ষা করছে।

এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, উপজেলায় যে পরিমান কম্বল বরাদ্দ পাওয়া গিয়েছে তার চেয়ে এখানে নিঃস্ব ও দুস্থদের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। প্রকৃত গরিব, বৃদ্ধ ও অসহায়দের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button