জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি :নওগাঁর নিয়ামতপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৬ আগস্ট) বিকেল ৫ টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে নিয়ামতপুর সরকারি কলেজ মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক ইসাহাক আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান।
শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল কাজীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাচ্চু, জেলা যুবদলের সহ-সভাপতি সফিউল্লাহ সোনার, উপজেলা বিএনপি’র যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদ হাসান, উপজেলা যুবদলের সদস্য শাহ আলম খোকন, সামাদ, বিএনপির সাবেক নেতা আব্দুল মতিন, পাড়ইল ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু, পাড়ইল ইউপির বিএনপি নেতা আব্দুল মান্নান, জেলা যুবদলের সদস্য সামাদ সোনার, আইনুল হক মেম্বার, আসাদুল হক আলো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য সাজ্জাদ হোসেন টিটু উপজেলা বিএনপির আব্বার কমিটির সদস্য আরিফ কাউসার ও যুগ্ম আহবায়ক গোলাম মোর্শেদ, উপজেলা জিয়া সাইবার ফোর্স কমিটির সাধারণ সম্পাদক মিলন রেজা সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে হৃদযন্ত্র, লিভারের সমস্যা, ডায়াবেটিস, চোখ ও হাঁটুর সমস্যাসহ নানা জটিল রোগে আক্রান্ত। এরই মধ্যে করোনা, হার্ট ও লিভারের সমস্যায় বার বার হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। কিছুদিন আগে তার একটি অপারেশন হয়েছে। বেগম খালেদা জিয়ার বন্দীত্বকালের সাড়ে ছয় বছরে তার বড় পুত্র তারেক রহমান লন্ডনে থেকেই দলকে তৃণমূল শক্তিতে রূপান্তরিত করেছেন। তার মা বেগম খালেদা জিয়ার জন্মদিনেও তিনি প্রবাসে। তবে এখন বিএনপির প্রতিটি নেতা-কর্মী-সমর্থক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই নেত্রীর জন্মদিন ও দোয়া মাহফিল পালন করছেন। শেষে নেত্রীর আশু রোগমুক্তি কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুবরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।