sliderস্থানীয়

নিয়ামতপুরে কৃষকের মধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে গ্রীষ্মকালীন কর্মসূচীর আওতায় পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার(২৯ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন। নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুল্লাহ ওয়াহিদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুল্লাহ ওয়াহিদুজ্জামান বলেন, নিয়ামতপুর উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে খরিপ, ২০২২- ২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে পেঁয়াজের বীজ ও সার দেয়া হয়েছে। প্রতি কৃষককে ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার এবং ১ কেজি পেঁয়াজ বীজ দেয়া হয়

Related Articles

Leave a Reply

Back to top button