নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী সংস্থা কারিতাসের উদ্যোগে জিও, এনজিও কর্মকর্তাদের সাথে নেটওয়ার্কিং লবিং সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১২ জুন বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ
অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনষ্ঠিত হয়।
কারিতাস রাজশাহী আঞ্চলিক পরিচালক মিঃ ডেভিট হেব্রমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, কারিতাস নিয়ামতপুর পোরশা এরিয়ার এরিয়া ম্যানেজার মির মোহাম্মাদ জানে আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসআই এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রনজিত কুমার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, কারিতাস নিয়ামতপুর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মিঃ অমল তিগ্যা, কারিতাস রাজশাহী অঞ্চলের টিওডিএফ মিঃ অসিম ক্রস, জুনিয়র প্রোগ্রাম অফিসার মিঃ আগষ্টিং ননিয়া, ফিল্ড এ্যানিমেটর মিঃ সোলাইমান হাসদা প্রমূখ।