sliderস্থানীয়

নিয়ামতপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সিলিং ফ্যানের সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আসফি মেহেনাজ (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
সোমবার (২২ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা মাস্টারপাড়া এলাকা থেকে আসফি মেহেনাজের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
নওগাঁ জেলার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোর গ্রামের আনোয়ার হোসেন ও ফাতেমা দম্পতির মেয়ে আসফি মেহেনাজ।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, আসফি মেহেনাজ লেখাপড়ার জন্য মা বাবাকে ছেড়ে নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি নিয়ামতপুর সরকারি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। আত্মহত্যার আগে আসফি মেহেনাজ বাবার উদ্দেশ্যে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলে আমার ভুলগুলো মাফ করে দিও আব্বু।
নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ মাইদুল ইসলাম বলেন, স্থানীয় মাধ্যমে আত্মাহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে গিয়ে লাশটি উদ্ধার করে। এই ঘটনার পর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button