sliderস্থানীয়

নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে শিক্ষা উন্নয়ন কমিটির সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশ্রয় এনসিওর প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় আশ্রয় এনসিওর প্রকল্প অফিস, নিয়ামতপুর উপজেলায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আঃ হান্নানের সভাপতিত্বে ও আশ্রয় এনসিওর প্রকল্প উপজেলা ম্যানেজার মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আমিনুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য দেন আশ্রয় এনসিওর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ সেলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমসি কমিটির সভাপতি মোসাঃ আন্জুয়ারা বেগম, ইডিসি কমিটির সভাপতি তাজেবুর রহমান। নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, ধানসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। আশ্রয় এনসিওর প্রকল্পের এডুকেশন অর্গানাইজার শান্তি হাসদা, ময়না রানী, অনন্যা রানী দাস,আয়েশা খাতুন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button