sliderস্থানীয়

নিয়ামতপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ ও জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ৯ আগষ্ট বুধবার বেলা ১২টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা পরিষদের মেইন গেট থেকে র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি নগেন কুজুরের সভাপতিত্বে ও জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত মুন্ডার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ্উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ, জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিজয় ইন্দয়ার, সাবেক সভাপতি সুফল হেব্রম, সদস্য বাসন্তি রানী, মিতালী রানী, শিখা রানী, জাতীয় আদিবাসী পরিষদ রসুলপুর ইউনিয়ন শাখার সভাপতি মধু সরদার, সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি মুঠোফোনে উপস্থিত সকলকে আন্তর্জাতিক আদিবাসী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
সমাবেশে বক্তারা বলেন, আদিবাসীদেরকে বিভিন্নভাবে তাদের ভূমি থেকে উচ্ছেদসহ সকল ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। সারা দেশে আদিবাসী জনগোষ্ঠী প্রান্তিক অবস্থানে রয়েছে। তাদের সুরক্ষা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। আজও সাঁওতালদের ভূমির অধিকার রক্ষায় জীবন দিতে হচ্ছে। আমাদের দেশে সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার্থে আদিবাসীদের অধিকার রক্ষায় বাঙালি জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে।
অপরদিকে আদিবাসী সমন্বয় পরিষদ আলাদাভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করেন। ৯ আগষ্ট বুধবার বালাতৈড় কলেজ মাঠে বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। উদ্বোধন করেন আদিবাসী সমন্বয় পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি বিশদ মুনি টপ্প্য। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জাতীয় ও স্থানীয় আদিবাসী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Back to top button