sliderজাতীয়শিরোনাম

নির্বাচন যথাসময়ে হবে, ঠেকাতে পারবে না বিএনপি : প্রধানমন্ত্রী

বিএনপি ২০১৪ ও ২০১৮ সালে সহিংসতা চালিয়ে নির্বাচন বানচাল করতে ব্যর্থ হওয়ায় আগামী জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘এভাবে (সহিংসতার মাধ্যমে) তারা নির্বাচন ঠেকাতে পারবে না। ২০১৩ ও ২০১৮ সালের নির্বাচন তারা ঠেকাতে পারেনি। এবারো তারা তা করতে পারবে না। ইনশাআল্লাহ যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

মঙ্গলবার (৩১ অক্টোবর) সাম্প্রতিক বেলজিয়াম সফরের ফলাফল নিয়ে তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, যারা বাস পুড়িয়েছে তাদের চিহ্নিত করা হবে, গ্রেফতার করা হবে এবং শাস্তি দেয়া হবে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি বাসে আগুন দেয়ার জন্য তারা যে হাত ব্যবহার করে তা অবিলম্বে পুড়িয়ে ফেলা উচিত। যদি তাই হয়, তাহলে তারা শিক্ষা পাবে নইলে অন্য কিছু হবে।’

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বিএনপি সহিংসতা বন্ধ করবে। ‘যদি তারা থেমে না যায়, তাহলে তারা এর পরিণতি ভোগ করবে।’ তিনি বলেন, এই বিষয়গুলোতে শাস্তি না দিয়ে চলতে দেয়া হবে না।’

অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, গত ২৮ অক্টোবর সহিংসতার মাধ্যমে বিএনপি আবারো প্রমাণ করেছে যে তারা একটি সন্ত্রাসী দল।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সন্ত্রাসী। বিএনপি একটি সন্ত্রাসী দল, যা তারা আবারো প্রমাণ করেছে’ উল্লেখ করে তিনি বলেন, কানাডার একটি আদালত এর আগেও বেশ কয়েকবার তাদের ডেকেছে।

সরকার তাদের কর্মসূচিতে বাধা দেয়নি উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ধীরে ধীরে জনগণের আস্থা ও বিশ্বাস ফিরে পেতে শুরু করেছে, তারা (সাম্প্রতিক দিনগুলোতে) সুস্থভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করছে।’

সেদিন পুলিশ ও সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু ২৮ অক্টোবরের ঘটনার পর তারা জনগণের ঘৃণা ছাড়া আর কিছুই পাবে না।’

প্রধানমন্ত্রী বলেন, সরকার তাদের সাথে যতই ভালো আচরণ করুক না কেন, তাদের (বিএনপি) অভ্যাস বদলাবে না।

তিনি বলেন, ‘আমি মনে করি তারা নির্বাচন চায় না, তারা একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়।’

জনগণের দুর্ভোগ সৃষ্টি করাই তাদের চরিত্র বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। আমি মনে করি এখন আমাদের উচিত সন্ত্রাসীদের একটি শিক্ষা দেয়া, যা তাদের প্রাপ্য। সুতরাং, আমরা এটি করব।’

ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের আমন্ত্রণে গত ২৫-২৬ অক্টোবর ব্রাসেলসে অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম ২০২৩’-এ যোগ দিয়ে বেলজিয়ামে তিন দিনের সরকারি সফর শেষে গত ২৭ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Back to top button