sliderস্থানীয়

নির্বাচনে হেরে গেলেন গোলাম রাব্বানীর মামা

মাদারীপুর প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হারলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ। রবিবার রাতে এই নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। বিকালে মামার পক্ষে ভোট কেন্দ্র গিয়ে হামলার শিকার হন ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে রবিবার মাদারীপুরের উপজেলার ৬টি ইউপিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ। নির্বাচনের আগে বেশ কয়েক দিন থেকেই মামা সালাহ উদ্দিন আহমেদের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিয়েছিলেন গোলাম রাব্বানী। দুপুরে এই নির্বাচনকে কেন্দ্র করে আহত হন গোলাম রাব্বানী। এই নির্বাচনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ পরাজিত হয়েছেন। তবে কত ভোটে পরাজিত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
৪র্থ ধাপের ইউপি নির্বাচনে মাদারীপুরের রাজৈর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। মাদারীপুরের রাজৈরের এই নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি।
সে কারণে বিজয়ীরা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। রাজৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা নান্নী খান রবিবার রাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
বিজয়ীরা হলেন-
কবিরাজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান টিপু সুলতালন,
হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম,
ইশিবপুর ইউনিয়নে মোশারফ মোল্লা
পাইকপাড়া ইউনিয়নের শাহজাহান মোল্লা
কদমবাড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিধান বিশ্বাস ও
বাজিতপুর ইউনিয়নের হালিম ফকিরকে বিজয়ী ঘোষণা করা হয়।
উল্লেখ্য, নির্বাচনে এক ইউনিয়নে সবচেয়ে বেশি ১৪ জন চেয়ারম্যান প্রার্থী ছিল ইশিবপুর ইউনিয়নে। রাজৈরের এই নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে কোন প্রার্থীকে মনোনয়ন প্রদান করেননি। সে কারণে বিজয়ীরা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button