
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ২২ অক্টোবর ২০২৩, রোববার নিরাপদ সড়ক দিবস উপলক্ষে “নিসচা” দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে একটি র্যালী বের হয়। এর আগে সংগঠনের আহবায়ক লিটন সরকার বাদলের সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান, সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার রাজিউর রহমান, পরিবেশ ও কৃষিতে রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত অধ্যাপক মতিন সৈকত ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জামান বক্তব্য রাখেন। এছাড়া পৌর সভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাসেল আহমেদ, রোটারিয়ান মোঃ কামাল উদ্দিন ও শিক্ষক নেত্রী শেলিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।