sliderস্থানীয়

নিয়ামতপুরে রাতে বাড়ি বাড়ি ঘুরে কম্বল বিতরণ করেন ইউএনও ফারুক সুফিয়ান

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ দিন শেষে মানুষজন যখন কাজ-কর্ম ফেলে বাড়ি ফিরে প্রচণ্ড ঠান্ডায় ঘরবন্দি হয়, তখন রাতের অন্ধকারে কনকনে শীতকে উপেক্ষা করে গাড়িতে কম্বল নিয়ে বেরিয়ে পড়েন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ান, ও কার্য-সহকারী , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, মো: মুর্শেদ ইসলাম। উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ। 

শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের জন্য সঙ্গে দুই-তিনজন সহযোগী নিয়ে উপজেলার বিভিন্ন আশ্রয় প্রকল্পের ঘরগুলোতে এবং করবালা, বালুকাপাড়া, শ্রীমন্তপুর ডাঙ্গাপাড়া এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের ছিন্নমূল মানুষের পাশে প্রত্যন্ত গ্রামাঞ্চলের পাড়া-মহল্লায় ছুটে যান। 

সমাজের অসহায়, ছিন্নমূল, বিধবা ও স্বামী পরিত্যক্তা অথবা অস্বচ্ছল পরিবারের সদস্যদের দুয়ারে কম্বল নিয়ে হাজির হন ফারুক সুফিয়ান। শনিবার (০৭ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার করবালা, বালুকাপাড়া, শ্রীমন্তপুর ডাঙ্গাপাড়া ও উপজেলার বিভিন্ন আশ্রয় প্রকল্পের ঘরের দুয়ার খুলে হাতে কম্বল পেয়ে অসহায় দুঃখী মানুষের মুখে ফোঁটে হাঁসি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান বলেন, অন্য কারও হাতে নয়, নিজের হাতে তৃণমূল পর্যায়ে এসব মানুষের মধ্যে কম্বল বিতরণ করছি। যেন কেউ বঞ্চিত না হয়। তাই, সমাজের এসব অসহায় ও দুঃখী মানুষের মুখে হাঁসি ফুটাতে চেষ্টা করছি।

Related Articles

Leave a Reply

Back to top button