slider

নিয়ামতপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একটি জমকালো র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয়। র‍্যালীতে স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, ছাত্রছাত্রী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)  ও সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর মন্ডল, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন  দপ্তর সম্পাদক শাকিল প্রমুখ ।

ইউএনও রেজাউল করিম বলেন, বাংলা নববর্ষের ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। এ দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button