নিয়ামতপুরে উপজেলা নির্বাচনে প্রচারণায় শীর্ষে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ

জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে ভোট গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনী প্রচারণায় শীর্ষে অবস্থান করছে আবুল কালাম আজাদ।
নিয়ামতপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পদে দীর্ঘ ১২ বছর ও বাহাদুরপুর ইউনিয়নের চার বারের সাবেক চেয়ারম্যান এবং গত ২০২১ সাল থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন আলহাজ্ব আবুল কালাম আজাদ।
গত ২ মে বৃহস্পতিবার প্রতীক বরাদ্দে তিনি কাপ পিরিজ প্রতীক পান। এরপর থেকে তিনি উপজেলার বিভিন্ন পাড়া মহল্লার মোড়ে হাট বাজারে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
আবুল কালাম আজাদ বলেন, উপজেলার প্রতিটি প্রান্তরে প্রকৃত অর্থে উন্নত, আধুনিক, শান্তি-সমৃদ্ধির আবাসস্থল হিসাবে গড়ে তুলতে তার রয়েছে দৃঢ় অঙ্গীকার। মানুষের শাসক নয়, সেবক হতে চায়। জনগণের কল্যাণে কাজ করতে চাই। ভবিষ্যতেও সর্বস্তরের মানুষের সহযোগিতা অব্যাহত রাখতে চাই এবং সকলের প্রতি যতটুকু সম্ভব সাহায্যে সহযোগিতা করার জন্য আমার প্রচেষ্টার কোনো কমতি নেই। তিনি আরোও বলেন, ব্যক্তি উদ্যেগে মানুষের কল্যাণে সবসময় কাজ করা সম্ভব। সর্বাত্মকভাবে সমাজের সেবা করতে হলে জনপ্রতিনিধি হওয়ার বিকল্প নাই। বিশেষ করে সরকারী অনুদান তৃণমূলের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজের সামগ্রিক কল্যাণ সাধন করা সম্ভব। তাই আসন্ন নিয়ামতপুর উপজেলা পরিষদের নির্বাচনের মধ্যো দিয়ে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা নিয়ে আমি এলাকায় কাজ করছি। আমার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডকে, চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং, ভূমিদস্যু, সালিশ বাণিজ্য, যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং মুক্ত সমাজ গঠনের লক্ষে নিয়ামতপুর উপজেলা পরিষদকে একটি দৃষ্টিনন্দন আধুনিক উপজেলা হিসাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা ও সর্বস্তরের জনগণের দোয়া, আশীর্বাদ ও সমর্থন চাই।