sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

নিজ হাতে ৫ সন্তানকে খুন করলেন মা

জার্মানির জলিঙ্গেন শহরে ২৭ বছর বয়সি এক মা তার পাঁচ সন্তানকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে৷ ওই নারী পরে নিজেও ট্রেনের নীচে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা করেন৷ তবে সে চেষ্টা ব্যর্থ হয়েছে৷
ছয় সন্তানের এক মা তার পাঁচ সন্তানকে হত্যার পর নিজে ড্যুসেলডর্ফ রেলওয়ে স্টেশনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে ওই নারীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে৷ গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ মৃত শিশুদের মধ্যে তিনটি মেয়ে ও দুটি ছেলে৷ তাদের বয়স দেড় থেকে আটের মধ্যে৷ এগারো বছর বয়সি একটি ছেলে বেঁচে যায়৷ তাকে পরিবারের কাছে রাখা হয়েছে৷
কী কারণে ওই শিশুদের হত্যা করা হলো তা এখনো জানা যায়নি৷ এ ব্যাপারে তদন্ত চলছে৷ বিল্ড পত্রিকা জানায়, নিহত পাঁচ সন্তানের নানী পুলিশকে বলেছেন, তার নিজের মেয়েই তার সন্তানদের হত্যা করেছেন৷ ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশ কর্মকর্তারা পাঁচটি শিশুর লাশ দেখতে পান৷ ডয়চে ভেলে

Related Articles

Leave a Reply

Back to top button