slider

নিজ কক্ষে মানবিক সহায়তা বক্স বসিয়ে দৃষ্টান্ত স্থাপন- এরশাদ উদ্দিন পিএ

আব্দুর রহমান রাসেল,রংপুর ব্যুরো: রংপুরের গংগাচড়ায় নিজ কক্ষে মানবিক সহায়তা বক্স বসিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিন পিএ। এই বক্সে জমানো টাকা থেকে প্রতিদিনই সহযোগিতা করছেন ঝড়ে পাড়া ছাত্র/ ছাত্রী ও অভাবগ্রস্ত মানুষদের। এমন উদ্যোগ প্রতিটি উপজেলায় হওয়া দরকার বলে মনে করছেন স্থানীয়রা।
আজ সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে মানবিক সহায়তা বক্সের জমানো টাকা দিয়ে গরীব, অসহয় শিক্ষার্থী ও পরিবারের মাঝে রিকসা, ঢেউ টিন, বাইসাইকেল, বই, খাতা, স্কুল ড্রস, নগদ টাকা ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিনের মানবিক সহায়তা বক্স। এখানে জমা পড়া লাখ লাখ টাকা থেকে সহায়তা করা হচ্ছে শিক্ষার্থী, দিন মজুর, অসুস্থ এবং অস্বচ্ছল পরিবারের সদস্যদের। কেউ পাচ্ছেন লেখা পড়ার খরচ, কেউ চিকিৎসা খরচ, রিকশা, বাইসাইকেল, ঢেউ টিনসহ খাদ্য সামগ্রীও পাচ্ছেন অনেকে। সুবিধাভোগীরা বলছেন, এরশাদ উদ্দীন যোগদানের পর থেকে নানা সমস্যার সমাধান পাচ্ছেন তারা।
এরশাদ উদ্দীন বলেন, উপজেলা কার্যালয়ে এলেই মানবিক সহায়তা বক্সে টাকা ফেলেন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা-কর্মীসহ সব শ্রেণীর মানুষ। মাত্র ছয় মাসে আট লাখ টাকা জমা পড়েছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, প্রতিটি উপজেলায় এমন একটি মানবিক সহায়তা বক্স স্থাপন করা হলে সমাজের ঝড়ে পড়া শিশু থেকে সকল অসহায় মানুষের উপকার হবে।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, আওয়ামীলিগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, বীর মুক্তি যোদ্ধা আজিজুল ইসলাম, ওবায়দুল্লাহ,স,ম আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু,প্রমুখ।
এসময় উপজেলার সকল সরকারি কর্মকর্তা সাংবাদিক ও সুবিধা ভোগী গন উপস্থিত ছিলেন। উল্লেখ্য গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ গত ২৪ ফেব্রুয়ারী দায়িত্ব নেয়ার পড়ে তার কার্যালয়ে মানবিক সহায়তা বক্স বসানো হয় মানবিক সহায়তা বক্সের জামানো প্রায় ৮ লক্ষ টাকা দিয়ে উপজেলার গরীব অসহায় মেধাবী শিক্ষার্থী ও পরিবারকে সহায়তা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button