
এক নারীকে ধর্ষণের পর তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল দুর্বৃত্ত। হত্যা করতে করেছিল প্রাণপণ চেষ্টা। কিন্তু নিজের শরীরে আগুন নিয়ে দুর্বৃত্তকে জাপটে ধরে হত্যা করেছেন সেই নারী।
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মালদায়। ওই নারী গুরুতর আহত অবস্থায় এখন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ৪২ বছর বয়সী এক দুর্বৃত্ত প্রায়ই ওই নারীকে বিরক্ত করত। সোমবার সে ওই নারীর ঘরে ঢুকে পড়ে। ধর্ষণ করে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। তখনই ওই নারী ধর্ষককে জাপটে ধরেন।
৩৫ বছর বয়সী ওই নারী জানান, তার মেয়ে বাড়ির বাইরে ছিল। ওই সময়ই লোকটি তার ওপর হামলা চালায় এবং ধর্ষণের পর শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।
পুলিশ জানায়, প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে ওই নারীর বাড়িতে ছুটে যান। দুজনকেই জ্বলতে দেখে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার লোকটি মারা যায়।