sliderখেলা

নিউজিল্যান্ডে ভূমিকম্প : নিরাপদে পাকিস্তান দল

নিউজিল্যান্ডে আজ ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে সেখানে সফররত পাকিস্তান দলের খেলোয়াড়রা নিরাপদেই আছেন বলে জানা গেছে। পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ওয়াসিম বারি বিষয়টি নিশ্চত করেছেন।
ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ২০০ কিলোমিটার দূরে সাউথ আইল্যান্ডে। কিন্তু এরপরেও শক্তিশালী মাত্রায় আঘাত হানে প্রাকৃতিক দুর্যোগটি।
দেশটিতে পাকিস্তানের নারী ক্রিকেট দলও সফর করছে। ক্রাইস্টচার্চে অবস্থান করা দলটির সদস্যরা সুস্থ থাকলেও তারা বর্তমানে আতঙ্কিত বলে জানিয়েছেন নারী ক্রিকেট দলের ম্যানেজার বাসিত আলী।
ভূমিকম্পের পর নিজেদের অবস্থা জানাতে গিয়ে ওয়াসিম বারি বলেছেন, ‘আমরা প্রথম কম্পনটি পাই স্থানীয় সময় সাড়ে ১১ টায়। ওই সময় কয়েক জন প্রার্থনায় বসেছিলেন। তখন পুরো ভবনটি কাঁপছিল। আমরা সেখানে ষষ্ঠ ও সপ্তম তলায় থাকলেও দ্রুত আমাদের সরিয়ে নেওয়া হয়। আমরা সবাই নিরাপদেই আছি।’
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ডন

Related Articles

Leave a Reply

Back to top button