sliderদূর্ঘটনাশিরোনাম

নাশকতা নয়, বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন : তদন্ত কমিটি

নাশকতা নয়, বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

নাসিমুল গনি জানান, বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে সচিবালয়ে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিক তদন্তে কোনো নাশকতার আলামত পাওয়া যায়নি।

এর আগে, সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রধান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। এ ঘটনায় কোনো ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি বলে জানিয়েছে তারা।

২৫ ডিসেম্বর মধ্যরাতে সচিবালয়ে আগুনের কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। এরপর সেটি বাতিল করে আট সদস্যদের নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালককে সদস্য সচিব করা হয়।

এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয় এবং যত শিগগিরই সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়ার কথা বলা হয়।

গত বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Back to top button