sliderস্থানীয়

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্ৰেফতার-২

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (৬নভেম্বর) রাতে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) এর নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকা তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আশরাফুল (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকার জিয়ারুল হকের ছেলে আলী হোসেন (২৬)।

পুলিশ জানায়, বুধবার রাতে মাদক ‌বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্য উপজেলার চারআলী বাজারে অবস্থান নেয় থানা পুলিশের একটি দল। এসময় ওই দলটির কাছে সংবাদ আসে যে, দাওধারা কাটাবাড়ি থেকে চারআলীগামী একটি মাইক্রোবাসে বিপুল পরিমাণে ভারতীয় মদ পাচার হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে মাইক্রোবাস ফেলে রেখে মাদক কারবারিরা পালিয়ে যেতে চেষ্টা করে। পুলিশ আশরাফুল ও আলী হোসেন নামে দুইজনকে ৭৭৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ আটক করলেও আপেল নামে আরেক কারবারি পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১০ লক্ষ ৭০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম জানান,৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button