নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নারী সমাজের সমৃদ্ধির পথ খুলে দিয়েছেন শেখ হাসিনা। ফলে সাড়ে ৮ হাজার ডিজিটাল সেন্টার গড়ে তুলেছেন বোনদের জন্য। আজ সোমবার নাটোরের সিংড়া গোল-ই আফরোজ সরকারী কলেজ মাঠে সিংড়া উপজেলা ও পৌর যুব মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক অধ্যাপিকা অপু উকিল সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এডভোকেট মানসী ভট্রাচার্যের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি আদিবা আনজুম মিতা এমপি, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম স¤পাদক খোদেজা নাসরিন এমপি, সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান, সাধারণ স¤পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস সহ স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।