sliderস্থানীয়

নারীর প্রতি বৈষম্য প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা

নাসির উদ্দিন, হরিরামপুর, মানিকগঞ্জ : নারীর ক্ষমতায়ন সমাজ ও রাষ্টের উন্নয়ন, বাল্য বিবাহ আর নয়, নারী নীতিমালা পুর্নাঙ্গ বাস্তবায়ন চাই, নারী পুরুষের মধ্যে বৈষম্য হ্রাস করি নারী বান্ধব সমাজ গড়ি। বিভিন্ন প্লে কার্ড পোষ্টার নিয়ে হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নে চরাঞ্চলে নটাখোলা উচ্চ বিদ্যালয়ে প্রচারণা ক্যাম্পেইন অনুষ্টিত হয়।

বারসিক এর সহযোগিতায় নটাখোলা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রচারণামুলক র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকগন অংশগ্রহন করেন।

এ সময় আলোচনায় অংশগ্রহন করেন নটাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক আলমগীর ও বারসিক প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন এবং নটাখোলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আফসানা আক্তার । আলোচক বৃন্দরা বলেন নারীকে পিছিয়ে রেখে নয়, সাথে রেখে আমাদের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরিবারের শুধু ছেলেকে নয় মেয়েকে লেখাপড়া করা খেলাধুলা সাতার কাটা , বিভিন্ন অনুষ্ঠানে নারীদেরকে সুযোগ করে দিতে হবে। নারী পুরুষের মধ্যে বৈষম্য রেখে উন্নয়নকে ব্যহত করা যাবে না।

নটাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, হরিরামপুর চরাঞ্চলে কোন খেলার মাঠ ছিল না। ইতিমধ্যে আমরা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং এলাকার মানুষের সহযোগিতায় নটাখোলা উচ্চ বিদ্যালয়ের একটি নির্ধারিত খেলার মাঠ তৈরি করা হয়েছে। যেখানে শিক্ষার্থী সহ এলাকার ছেলে মেয়ে সবাই খেলাধুলায় অংশগ্রহন করতে পারবে।

Related Articles

Leave a Reply

Back to top button