
নাটোর প্রতিনিধি : মহিলা আওয়ামী লীগের সকল নেতা কর্মিদের ঘরে ঘরে ঢুকে নারীদের আওয়ামী লীগেরপতাকাতলে সমবেত করার আহবান জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীজুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী,তাই নারীদেরআওয়ামী লীগের আনতে পারলে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত।
দুপুরে নাটোরের সিংড়া গেল-ই-আফরেজ সরকারী কলেজ মাঠে উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ আহবান জানান তিনি।সিংড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামিমা হক রোগীর সভাপতিত্বেসম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগেরসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন, জেলা মহিলা লীগের সভাপতি রতœা আহমেদ এমপি সহ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেত্রীবৃন্দ।