
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে শাওন নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন।
নগরীর বঙ্গবন্ধু সড়কে ২ নম্বর রেলগেট এলাকায় বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে নগরীর বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেলগেট এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
পরে সাড়ে ১০টার দিকে মিছিল বের করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন তারা।
শুরু হয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় গুলিতে শাওন নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শাওন মারা যান।
সংঘর্ষে সাংবাদিক-পুলিশ ও বিএনপির অর্ধশতাধিক নোতকর্মী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ রয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার দাবি করেছেন, পুলিশের গুলিতেই তাদের কর্মী নিহত হয়েছেন।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।