sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

নামিবিয়ার উপকূলে ভেসে উঠল ৭০০০ মৃত সিলমাছ

নামিবিয়ার উপকূলে সাত হাজারেরও বেশি মৃত সিল মাছ ভেসে এসেছে। দেশটির অলাভজনক সংস্থা ওশান কনজারভেশন নামিবিয়া (ওসিএন) বিষয়টি জানায়।
রবিবার আলজাজিরা জানায়, গত সপ্তাহে এত বিপুলসংখ্যক সিলমাছ নামিবিয়ার পেলিক্যান পয়েন্ট উপদ্বীপে ভেসে আসে।
এলাকাটি সিল মাছ আর ডলফিনের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত, ফলে প্রতি বছর দেশি বিদেশি প্রচুর পর্যটকের সমাগম ঘটে জায়গাটিতে।
ওসিএনের সামুদ্রিক জীববিজ্ঞানী নডে ড্রেয়ার জানান, মৃত সিলমাছের মধ্যে অধিকাংশই প্রাপ্তবয়স্ক নারী। এ ঘটনায় অনুসন্ধান চালানো হচ্ছে এবং পুরো বিষয়টির ওপর নজর রাখছে ওসিএন।
নামিবিয়ার মৎস্য এবং সমুদ্র সম্পদ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এসব সিলমাছের মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার গবেষণাগারে নমুনা পাঠানো হয়েছে।
সাধারণত নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাচ্চা দেয় সিলমাছ। এর আগে এত বিপুলসংখ্যক সিলমাছের মৃত্যুর জন্য দূষণ কিংবা কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণকে সন্দেহ করছে বিজ্ঞানীরা।

Related Articles

Leave a Reply

Back to top button