sliderস্থানীয়

নানা সংকটে গোবিন্দগঞ্জের বামনকুড়ি এতিমখানা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের বামনকুড়ি এতিম খানাটি ১৯৮৬ সনে প্রতিষ্ঠিত হয়, তারপর থেকে বিভিন্ন সরকারী-বে সরকারী আর্থিক সহায়তায় চলছে এতিমখানা। এতিমখানার প্রধান শিক্ষক রোস্তম আলী জানান, বর্তমানে ছাত্রের সংখ্যা ৭০জন এবং ছাত্রীর আছে প্রায় ১০০জন। বর্তমান প্রক্ষেপটে এতিমখানাটি আর্থিক সংকটের মধ্যদিয়ে দিন অতিবাহীত করছে। এতিমখানাটির মাসিক খরচ হয় প্রায় দুই লক্ষ টাকা যার খরচ বহনকরা অসম্বব হয়ে পড়েছে। এঅবস্থার যদি কোন উন্নতি না হয় তাহলে এতিম এ বাচ্চাদের দু-বেলা খাবার জুটানো অসম্ভব হয়ে যাবে, তাই তিনি বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগীতার হাত বাড়ীয়ে দেয়ার আহবান জানান। তিনি আরও জানান, এসব অসহায় দুঃস্থ কোরানের পাখিদের বাচানোর জন্য তার এ আর্তনাত। এতিমখানাটি পরিচালনায় জন্য সরকারী আর্থিক অনুদান তা অতিব সামান্য,তাই তিনি এ প্রতিকুলতা থেকে উত্তরণের চেষ্টা করছেন। এতিমখানার জমির পরিমাণ ৯০ শতক। বামনকুড়ি এতিমখানার ২ টি, মহিলা এতিমখানার জন্য ১টি ভবন রয়েছে যা টিনসেড ওয়াল নির্মিত। বামনকুড়ি গ্রামবাসী ও আসে পাশের জন হিতৈষী ব্যক্তিদের আর্থিক সহায়তায় এতিমখানাটি আর্থিক দৈন্যতার মধ্যে দিয়ে পরিচালিত হয়ে আসছে ।এএতিম খানার শিক্ষক হিসেবে বর্তমানে তিনজন কর্মরত রয়েছেন। মহিলা শিক্ষক হিসাবে কর্মরত আছে দুইজন এছাড়াও এতিমখানার শিক্ষাথীদের খাবার রান্না -বান্না জন্য একজন সার্বক্ষনিক মহিলা কর্মচারী রয়েছে।এতিমখানার সভাপতি,রবিউল ইসলাম,মোবাইল নং ০১৭১৯৪৫২৯০১, প্রধান শিক্ষক,রোস্তম আলী মোবাইল নং০১৭২০৪৯৫৯৮৬।

Related Articles

Leave a Reply

Back to top button