sliderস্থানীয়

নাটোর পৌরসভা নির্বাচনে প্রচারণাকালে সন্ত্রাসীদের হামলায় স্বতন্ত্র মেয়র প্রার্থী সহ আহত ১০

নাটোর প্রতিনিধি : নাটোর পৌরসভা নির্বাচনে প্রচারণাকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র (বিএনপি নেতা ) শেখ এমদাদুল হক আল মামুনের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের ভবানীগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচরণাকালে এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর ৮ জন কর্মী সমর্থক আহত হয়েছে । এ ব্যাপারে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান স্বতন্ত্র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন ।
স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন জানান,রোববার সকালে তিনি তার সমর্থকদের নিয়ে তার নির্বাচনী প্রচারণায় বের হন। তিনি চৌকির পাড় শহরের মাষ্টারপাড়া এলাকায় প্রচারণা চালাতে গেলে সেখানে প্রথমে বাধা দেয় নৌকা সমর্থক সন্ত্রাসীরা। এসময় সেখানকার যুবদল কর্মী শাওন দাস (৩২) বাসায় ঢুকে তাকে পেটাতে শুরু করে সন্ত্রাসীরা । এ সময় শাওনকে বাঁচাতে তার মা রিনা দাস (৬৫) এগিয়ে আসলে তাকেই মারপিট করে সন্ত্রাসীরা এবং তাদের বাসা ভাঙ্চুর করা হয় । সেখান থেকে শহরের ভবানীগঞ্জ মোড়ে পৌঁছালে যুবলীগ নেতা ইদ্রিস বাবু ও হাসানের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে তার পথ রোধ করে তাকে প্রচারণা চালাতে বাধা দেয়। এ সময় তাঁর পোষ্টার লাগানো কর্মীদের উপরও তারা হামলা চালিয়ে আহত করে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে এটিএন বাংলার ক্যামেরাপার্সন আমিনের নিকট ভিডিও ক্যামেরা কেড়ে নেয়া হয় । এ পরিস্থিতিতে তিনি সেখান থেকে ফিরে আসেন। পোষ্টার লাগানো কর্মীরা জানায়, তারা পোষ্টার লাগানোর সময় তাদের বাধা দেওয়া হয়। তারা পোষ্টার লাগানো বন্ধ করার পরেও তাদের মারপিট করে আহত করে। আহতরা হলেন, শেখ এমদাদুল হক আল মামুন (৬০),শেখ পিয়াল (২৬),মুফতি হাফিজ (৩৫),শেখ মিল্টন (২৬),কালু মিয়া (৩২),জাঙ্গাঙ্গীর (২৮),জুয়েল (৩০),মোয়াজ্জেম (৩২) আহতদের নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ব্যাপারে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ঘটনাটি স্বতন্ত্র মেয়র প্রার্থী তাকে ফোনে জানিয়েছেন। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। নির্বাচনকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। স্বতন্ত্রপ্রার্থী ও তার সমর্থকদের উপর হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button