slider

নাটোর পাসপোর্ট অফিসে চাঁদা দাবী সংর্ঘষে দুই আনসার আহত ॥ সাংবাদিক আটক

নাটোর প্রতিনিধি : নাটোর পাসপোর্ট অফিসে বৃহস্পতিবার বিকেলে চাঁদা দাবীর সময় আনসার সদস্যদের সাথে কথিত সাংবাদিকদের সংর্ঘষে দুই আনসার সদস্য আহত হয়েছে। সংঘর্ষের সময় আনসার সদস্যরা রিফাত নামে কথিত এক সাংবাদিককে আটক করে নাটোর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। আহত দুই আনসার সদস্যকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আলী আশরাফ জানান, ঈদুল আজহার ছুটি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বেশির ভাগ কর্মকর্তারা চারটার আগেই অফিস থেকে চলে যান। চারটার দিকে তিন যুবক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন। এসময় তারা অনেক পুরাতন কোন অনিয়মের একটি ভিডিও দেখিয়ে উপস্থিত অফিসের আনসার সদস্যদের কাছে ৫০হাজার টাকা চাঁদা দাবী করেন। এসময় বিষয়টি নিয়ে সাংবাদিক পরিচয়দানকারী তিন যুবকের সাথে আনসার সদস্যদের বির্তকের এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এতে আনসার সদস্য আনিসুর রহমান ও শহীদুল ইসলাম আহত হন। আহত দুজনকে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নাটোর প্রেসক্লাবের সহ-সভাপতি শহীদুল হক সরকার বলেছেন, রিফাত নামে নাটোর শহরে কোন সংবাদ কর্মী আছেন এমন তথ্য তাদের জানা নেই। নাটোর থানার ওসি নাছিম আহমেদ এই প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবী করা তিন যুবকের মধ্যে শহরের আলাইপুর হাফরাস্তা এলাকার রিফাত নামে একজন নাটোর থানায় পুলিশ হেফাজতে রয়েছে। অপর দুইজন পলাতক রয়েছে। রিফাতকে জিজ্ঞাসাবাদের পর অপর দুজনকে আটক করতে দ্রুত অভিযানে নামবে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button