sliderস্থানীয়

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে পিটিয়ে জখম

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান, আদালতে হাজিরা শেষে দেওয়ান শাহীন দুপুরে এক সহযোগীসহ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় একদল সন্ত্রাসী পেছন থেকে ধাওয়া করে হেলিপ্যাড এলাকায় মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেয়। পড়ে তাকে পিটিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়।

এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপির এই নেতা।

বিষয়টি অবগত হয়েছেন জানিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Back to top button