sliderস্থানীয়

নাটোরে ৮ বছরের শিশুকে ধর্ষণ

নাটোরে আট বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে বিজু হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

শুক্রবার সকালে বিজুকে অভিযুক্ত করে নাটোর থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুর বাবা। এর আগে বুধবার বিকেলে জেলা শহরতলীর দত্তপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত বিজু হোসেন ওই এলাকার আল আমিনের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, বুধবার বিকেলে দত্তপাড়া এলাকার বিজু হোসেন ফুসলিয়ে প্রতিবেশীর এক মেয়ে শিশুকে নিজেদের বাসায় নিয়ে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি ওই শিশুকে ধর্ষণ করেন।

তিনি আরো বলেন, শিশুর চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ছুটে এলে পালিয়ে যান অভিযুক্ত বিজু। গ্রাম প্রধানরা এলাকাতেই মীমাংসার চেষ্টা চালায়।

পরে ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয় বলেও জানান ওসি।

সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Back to top button