sliderস্থানীয়

নাটোরে ১৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোর প্রতিনিধি : নাটোর সদর উপজেলার ইসলাবাড়ি গ্রাম থেকে একটি ট্রাকে ১৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা । গ্রেফতারকৃতরা হলেন, নাটোরের বড়বড়িয়া গ্রামের সুরুজ মন্ডলের ছেলে মোঃ হাফিজুল ইসলাম (৩৫)এবং সিংড়া উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের সোহরার আলী আলীর ছেলে ট্রাক ড্রাইভার মোঃ এনামুল হক (২৮) ।
র‌্যাব-৫, রাজশাহীর একটি যৌথ আভিযানিক দল শনিবার (১১ জুন, ২০২২ ইং ) রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও সিপিসি-২, কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে ইসলাবাড়ী বাজার হতে করোটাগ্রাম গামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করেন । এসময় একটি মিনিট্রাকে তল্লাশী চালিয়ে খাকি কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৫ কেজি শুকনো গাঁজাসহ তাদের আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button