sliderস্থানীয়

তথ্য প্রযুক্তি মামলায় নাটোরে সাংবাদিক নাসিম জেল হাজতে

নাটোর প্রতিনিধি : নাটোরে তথ্য প্রযুক্তি আইনের মামলায় বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টি ফোরের সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। মামলার অপর অভিযুক্ত সাংবাদিক নাজমুল হাসান নাহিদকেও আটকের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
জানা যায়, নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারকাজ চলা অবস্থায় আইনজীবীদের বসার আসনের পেছনে আদালতের একজন পিয়ন বসে ঘুমাচ্ছেন এমন একটি ভিডিও নিজের আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন সাংবাদিক নাসিম উদ্দীন নাসিম ও নাজমুল হাসান নাহিদ। সেখানে নাসিম লিখেন ‘নাটোর জেলা ও দায়রা জজ আদালত-২ একজন পিয়ন বিচারিক কার্যক্রম চলাকালে বিচারকের উপস্থিতিতে এজলাসে ভাতঘুম দিচ্ছে’। একজন ভুক্তভোগী ভিডিওটি ধারণ করেছে বলেও তিনি শেয়ারের সময় উল্লেখ করেন। ভিডিওটি আদালতের নজরে এলে আদালত বাংলাদেশ প্রতিদিন ও নিউজ চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম ও গুরুদাসপুর উপজেলার করতোয়া প্রতিনিধি ও চলনবিল আইপি টিভির ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক নাজমুল হাসান নাহিদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। একই আদালতের পেশকার আল আমিন ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর শুক্রবার রাত ৩টার দিকে নাটোর থানা পুলিশ সাংবাদিক নাসিমকে তার নাটোর শহরের বাসা থেকে গ্রেপ্তার করে। শনিবার বিকাল ৫টার দিকে সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমকে নাটোর থানা হাজত থেকে নাটোরের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে সাংবাদিক আইনজীবী মুক্তার হোসেন তার জামিন আবেদন করেন।
আদালতের বিচারক মো. মেহেদী হাসান সাংবাদিক নাসিমকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেন। সাংবাদিক নাজমুল হাসান নাহিদকে আটকের জন্য এ সময় আদালতের বিচারক গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button