sliderস্থানীয়

নাটোরে যুবদলের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে নাটোর জেলা যুবদল মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পশ্চিম আলাইপুর নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের দিকে যাওয়ার সময় পাশেই বিদ্যুৎ অফিসের সামনে গেলে একদল গোয়েন্দা পুলিশ ও পোষাকধারী পুলিশ মিছিলে বাঁধা দিয়ে ব্যানার টেনে নিয়ে মিছিলটি পন্ড করে দেয়। এ সময় মিছিলে নেতৃত্বে ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সহ-সভাপতি আফজাল হোসেন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন, দপ্তর সম্পাদক কামাল হোসেন ব্যাপারী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম ও যুবদল নেতা আলমগীর হোসেন বাবু, রওশন ও মিঠু সোহেল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button