sliderস্থানীয়

নাটোরে মদ্যপানে কলেজ ছাত্রের মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরে দূর্গা পুজার প্রতিমা বির্সজনের দিনে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ্য হওয়া কলেজ ছাত্র রুদ্র গোস্বামী (১৮) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। নিহত রুদ্র গোস্বামী শহরতলীর দিঘাপাতিয়া এমকে কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এবং নাটোর সদরের লোচনগড় গ্রামের রঘুনাথ গোস্বামীর ছেলে।
নাটোর থানা পুলিশ ও নিহতের প্রতিবেশীরা জানায়, মঙ্গলবার দূর্গা পুজার প্রতিমা বির্সজনের সময় আনন্দ উল্লাস করে অতিরিক্ত মদ্যপান করায় অসুস্থ্য হয়ে পড়ে কলেজ ছাত্র রুদ্র গোস্বামী। পরে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। নাটোর থানার ওসি নাছিম আহমেদ বলেছেন, নিহতের ময়না তদন্ত শেষে এ ব্যাপারে নাটোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button