নাটোর প্রতিনিধি : নাটোরে জ্বীন, ভুত তাড়ানোর নাম করে সাধারণ মানুষের সাথে প্রতারনার অভিযোগে বসির নামে এক কবিরাজকে দুই বছরের কারাদন্ড ও ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।র্যাব জানায়, নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া এলাকার ভুয়া কবিরাজ বসির জ্বীন,ভুত তাড়ানো এবং বন্ধ্যাত্ব দুর করে সন্তান প্রাপ্তির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছিল।
পরে গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুয়া কবিরাজ বসিরকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের বিচারক শওকত মেহেদি সেতু ভুয়া কবিরাজকে দুই বছরের কারাদন্ড এবং ৫০হাজার টাকা জরিমানা করেন। পরে বুয়া কবিরাজ বসিরকে জেলা কারাগারে পাঠানো হয়।