নাটোর প্রতিনিধি : নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে হয়বতপুর শহীদ মিনারের সামনে একটি বোমা সদৃশ বস্তু রাখা হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ও র্যাব।
লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান কালু জানান, গতকাল শনিবার রাত ১২টার দিকে বাজারের পাহারাদার শহীদ মিনারে বোমাসদৃশ বস্তুটির পাশে আলো জ্বলতে দেখেন। তার সন্দেহ হলে বিষয়টি তিনি হাইওয়ে পুলিশকে জানান। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল রঙের বোমাসদৃশ বস্তুর গায়ে একটি কাগজে লেখা দেখতে পান, আমি একা মরব না এই এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে মরব।’ পরে বিষয়টি ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় মেম্বারদের জানানো হলে তারা ঘটনাস্থলে আসেন এবং পুলিশকে জানান।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থল ঘিরে রাখে। পরে র্যাব-৫ এর একটি টিম ঘটনাস্থলে আসে। বর্তমানে ঘটনাস্থল পুলিশ ও র্যাব ঘিরে রেখেছে। র্যাব-৫ এর একটি টিম বোমাসদৃশ বস্তুটিকে নিষ্ক্রিয় করার প্রস্তুতি নিচ্ছেন।