slider

নাটোরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি পালন

নাটোর প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নাটোরে দাবি আদায়ে স্বর্বাত্বক কর্মবিরতি পালন করছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ।
সোমবার সকাল থেকে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্যরা একর্মসুচিতে অংশ নেন। এসময় জেলা কমিটির সাধারন সম্পাদক সহযোগি অধ্যাপক আসাদুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে দাবিগুলো সমাধানের জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু শিক্ষা ক্যাডারের দাবিগুলো পূরণ হয়নি। অবিলম্বে শিক্ষা ক্যাডারের কর্মকালকে ননভ্যাকেশন সার্ভিস ঘোষনা করে পূর্ণ গড় বেতনে অর্জিত ছুটি প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য সমিতি জোর দাবি জানায়। দাবী আদায়ে সারা দেশে একদিনের কর্মবিরতি পালন ও দাবি পুরন না হলে আগামী ১০ অক্টোবর থেকে টানা তিন দিনের কর্মবিরতি পালনের ঘোষনা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button