sliderস্থানীয়

নাটোরে বজ্রপাতে কলেজ শিক্ষক নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরে বজ্রপাতে আতাউর রহমান (৫৭) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুরে নাটোর সদর উপজেলার পাইকপাড়া গ্রামে এই বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান কাফুরিয়া ইউনিয়ের ঝলমলিয়ার পাইকপাড়া গ্রামের মৃত হালিম সরকারের ছেলে এবং বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া ডিগ্রি কলেজের দর্শন বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।
এলাকাবাসী সুত্রে জানাযায়, শুক্রবার দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে বৃষ্টির ভাব দেখে শিক্ষক আতাউর রহমান তার নিজ বাড়ির ছাদে রোদে শুকাতে দেওয়া ধান তুলতে ছাদে ওঠেন। এসময় বজ্রপাত হলে তিনি ওই ভবনের পাশের নিচু একটি ঘরের ছাদের ওপর ছিটকে পড়েন। বাড়ির লোকজন সহ প্রতিবেশীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ইয়াছিনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাজেদুর রহমান বজ্রপাতে শিক্ষক আতাউরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button