sliderস্থানীয়

নাটোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

নাটোর প্রতিনিধি : “দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি “এই প্রতিপাদ্যের আলোকে নাটোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে । এ উপলক্ষে নাটোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচির আয়োজন করেছে। মঙ্গলবার সকাল ১২টায় নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিস চত্বরে সম্মুখে জাতীয় ও নিজস্ব পতাকা উত্তোলন এবং শান্তি প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করা হয়। এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফায়ার সার্ভিসের সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন ও ফুলেল শুভেচ্ছা জানান।
পরে অফিস চত্বরে নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ সহকারী পরিচালক একে এম মোর্শেদের ে সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহম্মেদ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান । এছাড়াও জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button